নেশা যার মন কাড়িবার, সে যে কেবলি কাঁদিয়ে মারে,
সুন্দর ঐ পূর্ণিমা নিশি, সে যে ভরাই অন্ধকারে।


রাঙাতে শুধুই অন্যজন, সে যে লভিল জনম ধরণীতলে,
সৃজিতে বিরহ, বাঁধে সে হিয়া সম্মোহনী মন্ত্রের জালে।


রক্তে যার মন চুরির বীজ বোনা,স্বভাবই হলো তার বৃক্ষ,
নীল পাতায় পূর্ণ শাখা প্রশাখা, বিষ ঢালতে সে দক্ষ।


যুক্ত থেকেও মুক্ত থাকার কৌশলে সে দারুণ পারদর্শী,
নিত্য বলিদানে ব্যস্ত তার লুকানো ছলনার তীক্ষ্ণ অসি।


পায়ে ধরি সখী যা্স নে ও পথে, কাঁটায় বিঁধবে চরন,
ব্যথার উপশমে ব্যর্থ জগত, অনবরত হবে রক্তক্ষরণ।


নিজগুণে যদি না হয় কারো, বাঁধিতে পারে না কেউ,
মুক্তি পাইবে একবার যদি লাগে গায়ে সে প্রেমের ঢেউ।