তোমার এদিক ওদিক ছোটাছুটি এখনো ভাসে দু'নয়নে।
আলোর মিছিলে আঁধারের হামলা হয়েছিল বহুবার,
কত জোছনা ক্লান্ত হয়ে ফিরে গেছে তোমার কারণে।।


দূর্বার বেগে যতবার গিয়েছিল আমার প্রাণের আকুতি।
আঘাতে জর্জরিত হয়ে ততবারই বিলীন হয়েছে,
লন্ডভন্ড করেছো জনম জনমের হাজারো প্রতিশ্রুতি।।


তোমাকে একটু দেখলেই স্বর্গীয় সুখ করতো ঝলমল।
দ্বিধা দ্বন্দ্বে পতিত হয়ে বিষময় লগন দিলে,
আলেয়ার পিছনে ছুটে রচিলে প্রেমের সমাধিস্থল।।


আমার কাছে কি ছিলে চাওনি তা জানতে কোনোদিন।
কোনোকথাই শুনতে তোমার একটুও সময় ছিল না,
কি জানি কি ভেবে পথে রেখে দিলে যে পথ গন্তব্যহীন।।


এতদিন পরে একাকী লাগে শুনে নয়ন ভেসে যায়।
একটু কথা বলার তোমার এ হেন আকুল মিনতি,
দীর্ঘশ্বাস ফেলে আমার এ প্রাণ মুক্তি খুঁজে বেড়ায়।।