যে চাঁদের আলোতে স্নান হতো দুজনের,
সে চাঁদের আলো আজ গুমরে কাঁদে,
তোমারি জন্য, শুধু তোমারি জন্য।
ডেকে বলে কানে কানে, সে কোথায়, সে কোথায়,
যে ছিলো রুপেতে অনন্য।।


আকুল মিনতি ভরা যে প্রেম ছড়াতো সুখ,
কি দারুণ আশা নিয়ে যে প্রেম ভরাতো বুক,
সে প্রেম আহত হয়ে গুমরে কাঁদে,
তোমা বিরহে, শুধু তোমা বিরহে।
ডেকে বলে কানে কানে, সে কোথায়, সে কোথায়,
এ বিরহ কিছুতেই প্রাণে আর না সহে।।


যে বাণী শুনিয়া ধরা বসন্ত জাগাতো আপন মনে,
না পেয়ে সে বারতা ফুল ফোঁটে ফুল ঝরে কুঞ্জবনে।।


স্বপনে রাঙানো ক্ষণ ছিলো সদা মধুময়,
চোখে চোখ রেখে হতো প্রেমভাব বিনিময়,
সে ক্ষণ নিঃস্ব হয়ে গুমরে কাঁদে,
তোমাকে খোঁজে, শুধু তোমাকে খোঁজে।
ডেকে বলে কানে কানে, সে কোথায়, সে কোথায়,
যার চরণের ধ্বনি এখনো বাজে।।