বিশৃঙ্খলায় ভর্তি অপ্রয়োজনীয় সংকেতবাহী মস্তিষ্ক।
ওঁত পেতে থাকা এলোমেলো ভাবনার শুধুই লুকোচুরি,
আপনজনের সমৃদ্ধ স্মৃতি আজ দারুণভাবে শুষ্ক।।


সমভাবে জন্ম হয়েও স্বপ্ন দেখার সুযোগ নেই ওদের।
শুদ্ধতার অধিপুরুষ অবান্তর হয়ে ফিরে যায় বারবার,
মানুষ হলেও মনের ঘরে অভাব পরিলক্ষিত ভাবের।।


কেউ অভাবের-কেউ আঘাতের-কেউ অবহেলার বলি।
কে কাকে দায়ী করবে বোঝা বড় কঠিন ব্যাপার,
অনবরত প্রচন্ড উত্তাপে ঝরছে অসংখ্য ফুটন্ত কলি।।


মানসিক স্বাস্থ্য খারাপ-ওরা পাগল উপাধিতে ভূষিত।
ওলট-পালট চিন্তা ভর করেছে বলেই করুণ দশা,
একটু সহানুভূতি প্রদর্শন করলে হতে হয় না লজ্জিত।।


মানুষেরি আছে সুস্পষ্ট বর্ণনাতীত গৌরবের ইতিহাস।
স্নেহ,মায়া,মমতা,প্রেম- এসব খুব অপরিচিত ওদের,
চলো সবাই মিলে শপথ করি সামর্থ্য আছে যাদের,
পরিশুদ্ধতা ঢেলে দিয়ে নক্ষত্রে ভরি ওদের আকাশ।।