সেই প্রাচীন রহস্যময় শূন্য থেকেই তোমার উৎপত্তি।
তোমার উৎসবও অনেক পুরাতন
ঠিক তোমার ঐতিহাসিক ঐশ্বর্যের মতন,
নিশ্চয়ই এ নশ্বর ধরণীতলে তুমিই একমাত্র সত্যি।।


জানা অজানা অনেককিছু নিয়ত হচ্ছে তোমারি বুকে।
কিছুটা তার সহ্য করছো আপন মনে করে
বাকীটা মুছতে আঘাত করছো প্রচন্ড জোরে,
আবার অনেককিছু রেখে যাচ্ছ পথের বাঁকে বাঁকে।।


তুমি স্বপ্ন জড়ানো কাহিনীতে ভরপুর এক খন্ড আবাস।
সুখ দুঃখ আনন্দ বেদনা নিত্য তোমার সঙ্গী
কিঞ্চিৎ রচিতে তব মহিমা আমি সেজেছি মাতঙ্গী,
জানি আমি নিতে পারব না তোমার সবটুকু নির্যাস।।


অজস্র কল্পনায় মুখরিত তুমি অনেকেরই নিকটে।
তোমার সৃজন এখোনো সত্যিই দারুণ রহস্যময়
হয়তো আজকের শিশু একদিন ভেদিবে তোমায়,
সেদিন হয়তো ভিড়িবে জ্ঞানতরী যত্নে সাজানো ঘাটে।।


পঞ্চভূত সঙ্গে নিয়ে দাঁড়িয়ে রয়েছো আপন স্বকীয়তায় ।
তোমার অস্তিত্ব প্রতিটি জীবনের প্রাণে
সঞ্চিত কষ্ট ভোলাও জাগরণী গানে,
আমি আরও একবার আশার বাণী শোনাতে চাই।।