চাঁপা ফুলের গন্ধ নিয়ে,
লুকোচুরি খেলছে প্রেম।
মনহরষে রাই তনুতে,
জোছনা ঢালিছে শ্যাম ।।


বাঁশরী আর নুপুর মিলে
মন হরণের খেলা খেলে,
ললিতা বিশাখাগণে-
কাঁদে গো মলিন বদনে,
রসাতলে গেল বুঝি এতদিনের সখী-প্রেম।।


নিবেদনে রাঙা এ ক্ষণ
মিনতি ভরা এই লগন,
ক্ষণে বাঁচা ক্ষণে মরা-
এ লগনের ভাব ধারা,
রাই গুণগান করেই যেন চিরসুখী ঘন-শ্যাম।।