এখনো নেভেনি তোমার হাতে জালানো প্রদীপখানি।
দারুণ আঁধারে ভরা গৃহ মোর,
তুমি রুপ ধরে প্রদীপের শিখা শোনায় প্রেমবাণী।


শপথের সেই গভীর কাহিনী,
মনে কি পড়ে ওগো অভিমানী,
তুমিময় ছিলো দিবস যামিনী,
পায়ে ধরি ওগো,ভুলিতে শেখাও, হওগো মুক্তিদায়িনী।


তুমি চলে গেলে একা ফেলে মোরে সাজানো বনপথে,
বাঁকা ঠোঁটে ঝরা মাধবী লগন পারি কি বলো ভুলিতে।।


আসা-যাওয়ার এই নিঠুর খেলায়,
কিছু কিছু চাওয়া গোপনে হারায়,
জয় পরাজয়ে কিবা আসে যায়,
একবার এসে নীরবে শুধাও-'তোমাকে ভুলিতে পারিনি'।