বসন্ত এসেছে বলেই এভাবে ছুটে আসা তোমার দ্বারে।
মনের সুপ্ত প্রেমের ঢেউয়ে একুল ওকুল প্লাবিত আজ,
যে প্রেম আত্ম নিবেদন করার সাহস পায়নি অনাদরে।


পলাশের সমারোহ বলেই এ মন তোমার পরশ মাগে।
নিজের অজান্তেই চরম অবহেলিত একগুচ্ছ অভিমান,
আজ নিজের মর্যাদা ফিরে পেতে সেজেছে অনুরাগে।


কোকিল ডেকেছে বলেই জোছনাময় আপন আঙিনা।
চাওয়া পাওয়া একাকার হওয়ার ধুম লেগেছে মনে,
চিরন্তন যৌবনের অধিষ্ঠাত্রী হয়ে অলংকৃত কর কল্পনা।


গাছে গাছে সবুজ পাতা বলেই আবাহনের সুমধুর সুর।
দিবস রজনী যে পথিক তৃষ্ণায় কাতর হয়ে রয়,
প্রেমের অমৃত সুধা বিনা তার বেঁচে থাকা সত্যিই দুষ্কর।


চারিদিকে নুতনের সাজ বলেই হাহাকারের পরিসমাপ্তি।
তোমাতে একীভূত হয়ে লাজে কাঁপলে কাঁপুক হিয়া,
এ লগনে তোমার করুণা আমার সবচেয়ে বড় শক্তি।