একদিন সময় করে সন্ধ্যা দাও একটা।
আমি শুধাতে চাই তোমাকে বারংবার
সীমা লংঘনের কথা,
গোধূলির রঙে রঞ্জিত হয়ে
হিয়াখানি ফিরে যেতে পারে হয়তো সেথা,
যেখানে হাজারো জনম আগে বেজে উঠেছিল
তোলপাড় করা অনুরাগের ঘন্টা ।।


একদিন সময় করে শীতের সকাল দাও একটা।
আমি জানাতে চাই তোমাকে আরও একবার
খাঁচাবন্দী পাখির চিরকালের হাহাকার,
ঘন কুয়াশার স্নানোৎসবে মেতে
পথভ্রষ্ট প্রেম হয়তো করতে পারে চিৎকার,
ক্লান্ত পথিক সেই চিৎকার শোনে আজ
বিশ্রাম নিতে চাই খানিকটা ।।


একদিন সময় করে উদাস দুপুর দাও একটা।
আমি সাজাতে চাই তোমাকে বারংবার
অবসরের নান্দনিক কল্পনা দিয়ে,
চকিত চাহনি আর বাঁকা ঠোঁটে বর্ণিল ক্ষণ
ভাবের ঘরে আগুন লাগাতে যথেষ্ট প্রিয়ে,
বারবার আসা যাওয়ার খেলায় মত্ত হয়ে
পাষাণ চাপা ভারের কষ্ট সইছে প্রাণটা ।।


একদিন সময় করে জোছনাময় রাত দাও একটা।
আমি বাঁধিতে চাই তোমাকে আরও বহুবার
যে বাঁধনে বেঁধেছিল বিনোদিনী রাই,
নিরবিচ্ছিন্ন নীরবতায় অবাক হয়ে দেখতে চাই
কতবার ছিন্ন কর এ বাহুডোর নিষ্ঠুর ছলনায়,
তোমার দেয়া উপহার মাথা পেতে নিয়ে
স্বস্তির নিশ্বাস ফেলতে চাই বুকটা।।