আমি গানে গানে জানায় তাহার প্রেম-ছলনা।
এত সুক্ষ করে খেললো প্রেমের খেলা-
সখী, কিছুতেই বোঝা গেলো না-এ যে প্রেম নয়,
এ তো শুধু বিষের যাতনা।।


প্রেমবাণী মনে করে, কানে নিলাম যতন করে,
প্রানের গভীরে সে'সব গাঁথা রহিলো।
কেমনে ভুলিব আমি, সোহাগভরা পরশখানি,
কালো মেঘে আমার আকাশ আজি ঢাকিলো।
না বুঝিয়া রীতিনীতি করলাম সাধনা।।


যে সাধনে ভুলে থাকে, সে সাধন শেখাও আমাকে,
আরতো পারি না আমি সহিতে বেদন।
পাতানো সে ফাঁদে পড়ে, প্রাণ থাকিতে আছি মরে,
সখী তোরা বলনা মোরে সে কেন এমন।
চাতুরী বিনা সে কেন কিছু জানে না।।