আমি মূলের খবর নিয়ে ডাল পালায় বসি,
যেমন করে শুনিয়েছিল মর্মবাণী ঐ বিষের বাঁশী,
যেমন করে হৃদে আকাশ সৃজিয়া ভাসিছে পূর্ণশশী।।


আমি শুধাইয়েছি তোমাকে বহুবার বহু জনম ধরে,
সহস্রবার বসিয়াছ মোর বামে থেকেছো করজোড়ে,
অজস্রবার চেষ্টা করেও পারিনি প্রেমঋণ শুধিবারে।।


হে যোগেশ্বরী, তুমি জন্মেছ বহুকাল বিশ্ব চরাচরে,
আমি জন্মেছি শুধুই একবার বহুকালের তরে,
বহুকালের প্রেম এককালে মিশে আছে একাকারে।।


আমার যাহা কিছু মঙ্গলময় সকলি তোমারি দান,
তোমার পরশে মুগ্ধ হয়ে কেবলি নাচিছে প্রাণ,
তব প্রেমগীতি শুনিতে সর্বদা ধরণী পাতিছে কান।।


হে ভৈরবী,তুমি ছাড়া এ ব্রহ্মাণ্ডের কোনো গতি নাই,
আমিও এ বিশ্বের অংশ হয়ে তোমাতে নিয়েছি ঠাঁই,
বাঁধো মোরে, যে বাঁধনে বেঁধেছিলো বিনোদিনী রাই।।