আমি অস্থির ,অসভ্য,
আমি হতে চাই না এই ধ্বংসাত্মক যুগে সভ্য ।
আমার শক্তি এবং ক্ষোভ অদম্য,
আমার রক্তমাখা ধরন কারোর নয় বোধগম্য,
পূর্ণিমা এবং অগ্ন্যুৎপাতের সময় আমার জন্ম।
আমারি আদালত আমারই আইন ,
আমি সময়ের প্রয়োজনে বিস্ফোরিত মাইন ।
যেখানে ভীতের  মেলা ,সেখানে আমি করি খেলা,
আগুনও ভয় পাই ,দেখে আমার জীবন চলা।
সূর্যের চেয়েও গরম আমার রক্ত,
ভূমিকম্প এবং বজ্রপাত আমার বৈশিষ্ট্যের ভক্ত,
আমি স্বাধীন আমি চির মুক্ত,
ক্ষমতা আমার প্রতি আসক্ত।
আমি সরিয়েছি কুলাঙ্গারদের মোড়ক,
আমি বহিয়াছি রক্তের বহমান সড়ক।
যে শুনিবেনা আমার আদেশ,
তার জীবন সেখানেই শেষ,
আমার এক কথায় মাথা নত করে হাজারো দেশ।
আমি অন্যায়কারীর জন্য অভিশাপ,
কোন বস্তু সহ্য করিতে পারিবেনা আমার উত্তাপ,
টর্নেডো-ঘূর্নিঝড় শক্তিধর হওয়ার জন্য করে আমার সাথে আলাপ।
আমি চিরদূর্দম-দুর্বিনীত,
আমি পৃথিবীর বুকে দুর্যোগ প্রতিনিয়ত,
আমার শক্তির মাত্রা সবার কাছে জ্ঞাত,
চাঁদের উপর দাঁড়িয়ে আমি করি নিত্য,
ইতিহাস ও আমাকে দেখে শিহরিত।