মিটি মিটি তারা জ্বলে আকাশের বুকে,
হৃদয়টা ভরে যায় সেই শোভা দেখে।
জোছনায় ভরপুর বাঁকা চাঁদ খানি,
শুসভিত দূরাকাশ দেয় হাত ছানি।
ছলছল জলধারা মেঘনার তীরে,
সবুজের শোভা সেথা দুইধার ঘিরে।
কলকল স্রোতধারা অবিরাম বহে,
এতশত শিহরণ ভুলবার নহে।
ছোটছোট কিস্তি মিটিমিটি আলো,
জলরাশি দোলখায় দেখে লাগে ভাল।
মাঝেমাঝে নদীতীরে ঢেউ খেলে যায়,
হেলেদুলো ডিঙ্গি কত শোভা পায়।
শুনশান চারিদিক নিরবতা ঢাকা,
নিরিবিলি বসে আছি নদীতীরে একা।
এতশোভা দেখেদেখে হল তনুমন,
বাঁকা চাঁদ তারাগুলো মোর প্রিয়জন ।