যত দেখি তত অবাক হই,
মনে ভালো তাঁরে লই!
এ উপাখ্যান কীভাবে করি
কারকাছে  তা কই?
বচনে বাচনে অমায়িক সে,
সুরেলা ভাষা তার,
প্রতিটি চারণ সুমধুর যার
তুলনা মেলা ভার।
নামে যার আছে স্বার্থকতা
সুরতে মুগ্ধময়,
আশার ফুল আশরাফুল
কবিময় সবে কয়।