বৈশাখ আছে ক্যালেন্ডারে
বৈশাখী তাপ নাইরে,
কাল বোশেখী আতংক দেয়
সেই কালো মেঘ কইরে?


জৈষ্ঠ্য আছে ক্যালেন্ডারে
জৈষ্ঠ্য রুপ নাইরে,
তাপদাহে শরীর পোড়ে
সেই মহাতাপ কইরে?


আষাঢ় আছে ক্যালেন্ডারে
আষাঢ়ী ঢল নাইরে,
মাঠেঘাটে জলে ভরপুর
সেই জলকল্লোল কইরে?


শ্রাবণ আছে ক্যালেন্ডারে
শ্রাবণী মেঘ নাইরে,
আকাশ জুড়ে জলময় দূত
সেই ঘনমেঘ কইরে?


ভাদ্র আছে ক্যালেন্ডারে
ভাদুরে ঘ্রাণ নাইরে,
ডোবায় মাছের কলকল ধ্বনি
সেই ধ্বনি আজ কইরে?


আশ্বিন আছে ক্যালেন্ডারে
আশ্বিনী অম নাইরে,
গাত্রে যাগে শিরশিরে ভাব
সেই ভাব আজি কইরে?


কার্তিক আছে ক্যালেন্ডারে
কার্তিকী রেশ নাইরে,
নদীর ধারে কাশের মেলা
সেই মেলা আজ কইরে?


অঘ্রাণ আছে ক্যালেন্ডারে
অঘ্রাণী ক্ষেত নাইরে,
ভরা মাঠে ফসলের শোভা
সেই শোভা আজ কইরে?


পৌষ আছে ক্যালেন্ডারে
পৌষের শীত নাইরে,
পিঠা পুলির মহা আয়োজন
সেই আয়োজন কইরে?


মাঘ আছে ক্যালেন্ডারে
মাঘী চন্দ্র নাইরে,
মাঘের শীতে বাঘ কাঁপে
সেই কাঁপুনি কইরে?


ফাল্গুন আছে ক্যালেন্ডারে
ফাল্গুনী মৌ নাইরে,
আম্রমুকূল শোভায় ভরা
সেই শোভা আজ কইরে?


চৈত্র আছে ক্যালেন্ডারে
চৈতালী বাও নাইরে,
ধানে ভরা সোনার তরী
সেই তরী আজ কইরে?


মাস আছে মাসের নামে
মাসের শোভা নাইরে।
মনটা খোঁজে মাসের শোভা
সেই শোভা আজ কইরে?