আজকের দিনটা-
ইতিহাসে আলাদা পরিচিতি পাবেনা কোনকালেও।


কারো জানাই হবেনা
আজকের দিনের পটভুমি!
কোনদিনও কেউ করবে না কোন আয়োজন
এই দিনটাকে ঘিরে।


আজকের দিনকে নিয়ে
কোন কবিই লিখবে না দু’ছত্র
কোন লেখকেরই লেখা থাকবে না দু’কলম।
প্রিন্ট আর ইলেকট্রনিক্স মিডিয়ায় থাকবে না
আজকের দিনের কোন মাহাত্ম বর্ণনা।
কোন শিল্পীর তুলিতে মূর্ত হবেনা জানি
আজকের দিন।


কোন গায়কের কণ্ঠে গীত হবেনা
আজকের মর্মগাথাঁ।
জনারণ্যে, মাঠে, ময়দানে
বাসে আর চায়ের দোকানের আলাপচারিতায়
কখনো আসবে না আজকের প্রসঙ্গ।
শিক্ষার্থী, তরুণ, বুদ্ধিজীবী কিংবা আমজনতা
কেউই আজকের দিন নিয়ে করবে না কোন আলোচনা।


আজকের দিন উপলক্ষ্যে থাকবে না
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আর বিরোধী দলীয় নেতার বাণী।
পত্র-প্রত্রিকায় কলাম আর সম্পাদকীয়।
সেনাবাহিনীর থাকবেনা’ক কোন আয়োজন
বিদেশী রাষ্ট্রদূতদের শুভকামনা।


আজকের দিন নিয়ে প্রেমিক যুগলদের মধ্যে
থাকবে না কোন আগ্রহ,
নির্মাতাদের কোন উৎসাহ।


তবু-
আজকের দিন আমার প্রতিটি শিরায় শিরায়
জাগাবে নতুন রক্তের বাণ!
আমার প্রতি ধমণীতে তুলবে উম্মাদনা!
আমার পৃথিবী জুড়ে আনবে আনন্দোল্লাস
আমার অস্তিত্বজুড়ে বসাবে রঙের মেলা!
আমার অন্তর-মন জুড়ে রাখবে
অনেক ব্যথা-অভিমানের
অজস্র আখ্যান।


আজকের দিন, আমার কবিতা, গান আর স্বপ্নকে
করে তুলবে আরও ব্যপ্ত-
ও মূর্ত।


শুধু তোমার জন্য প্রিয়তমা আমার!
শুধু তোমাকে কেন্দ্র করে, মহারাণী!


অথচ-
আমি ও আমার বিধাতা ভিন্ন আর সবার মত
তোমারও অজ্ঞাত!
এই আজকের দিনে-
তোমায় আমি প্রথম দেখেছিলাম।


ঢাকা, ২০.০৭.২০১২ইং।