সত্যি জেনো,
এখনও তোমায় ভালবাসি তত।
নিত্য বুকে যতখানি করছ তুমি ক্ষত!


তোমায় নিয়ে এখনও আমার স্বপ্নে ডানামেলা
এখনও আমি রাত্রি জেগে তোমায় ভাবি মনবালা,
আজও আমার দুচোখ জুড়ে তুমি শুধু তুমি
তোমার পদধূলি বিনে শূন্য আমার মনভূমি।


তোমায় নিয়ে আজও আমার সকল কাব্যকথা
তোমায় পেতেই ব্যাকুল আমার সকল আকুলতা।
আমার মনের নিত্য পূজায় আজও তুমি দেবী
তোমায় লিখেই এখন আমি নীলকন্ঠী কবি!


তোমার তরে আজও আমার গানগুলো সুর তুলছে যত
চাঁদমুখী তোমায় ছুতেই আজও আমি বামন আশান্বিত।
সত্যি জেনো,
এখনও তোমায় ভালবাসি তত।


এখন শুধু তোমায় আঁকি শয়নে-স্বপনে
তোমার স্মৃতি কাদায় এখন,হাসায় ক্ষণে ক্ষণে,
এখন আমার দৃষ্টি জুড়ে তোমার পদরেখা
এখনও আমি চক্ষু মুদলেই পাই তোমারি দেখা।


তোমায় ছাড়া এখন আমার কোন ভাষা নেই
এখন আমি ভালবাসি শুধু তোমাকেই।
তোমায় নিয়ে নিত্য আমার ভুবনে হচ্ছে জানাজানি
প্রিয়তমাসু তুমিই আজও আমার মহারাণী!


তোমার হৃদয় ছুয়ে এ হৃদয় বাচে-
তুমি বিনে মৃত!
সত্যি জেনো,
এখনও তোমায় ভালবাসি তত।


রাজবাড়ী, ৩০.০৮.২০০৯ ইং।