প্রিয়,
আমি সুখে আছি,তুমি সুখে থেকো।
-
এখানে চিয়ার্স, চিয়ার্স, উল্লাসে
ক্রিস্টাল গ্লাসের টুং টাং শব্দে
আর মদিরার নেশায়
কেটে যায় রাতের প্রহর।
-
এখনে আধাঁর রাত
নেচে উঠে উম্মুক্ত প্রেমে,
দিনে বন্দী থাকে শোকেজের ফ্রেমে।
জমকালো  আলোকসজ্জা ঢেকে দেয়
হৃদয়ের লুকানো ব্যথা।
-
এখানে প্রভাত হয় মধ্যাহ্ন পরে
ধুপকাঠি জ্বলে না পুজার ঘরে
নেই তুলসী তলা,পানা পুকুর
শিউলিরর গন্ধে ভরা সকাল।


এখানে বাগানের সুগন্ধহীন গ্লাডিওলাস
কৃত্রিম  ফাউন্টেনের জলের  শব্দে
শুরু হয় যান্ত্রিক জীবন।
আর বেলা শেষে সুউচ্চ অট্টালিকা পরে সূর্য অস্ত যায়,
পাহাড় দেখার তাই আর স্বাদ নাই।
-
প্রিয়,
আমি সুখে আছি,তুমি সুখে থেকো।