দিনের শুরুতে মানুষের ভিড়ে
                       হাজারও স্বপ্ন সাজাও
দিন শেষে লুটেরা দালালের সাথে মিশে
হৃদয় চিড়ে কতটা রক্তাক্ত করেছ নিজেকে
কতো সহজেই নিলামে উঠেছ তুমি
                     নেমেছ মাঝ রাস্তায়।


এতটা নির্লজ্জ হয়েছে তুমি
যতটা না দেখেছি আমি
       পতিতালয়ের অভুক্ত বেশ্যায়।


একবার ভেবেছ কি
       কতটা নির্লজ্জ হয়েছ তুমি ?


তোমার শাড়ীর আঁচলে ঢাকা ছিল যে দেহ
আজ খুব সহজেই স্থান পেয়েছে সেথায়
                         অজস্র শকুনের ঝাঁক।
এতো কিছু বোঝ
              নিজেকে বোঝ না ?