আজ সম্মুখ সমরে দাঁড়িয়ে যদি বলতে না পারি
কলমের লৌহ দৃঢ়তায় যদি লিখতে না পারি,
যদি না পারি রঙিন আভাষ ছড়াতে তোমার বুকে
তবে জন্মভূমির গর্ভে শাশ্বত ইতিহাস বলে দেবে
আত্মকেন্দ্রিক পৃথিবীতে আমি কতোটা অপরাধী
কতোটা জীর্ণ-শীর্ণ মনস্তত্ত্বে ভরপুর আমাদের সভ্যতা।


তাই তো আধুনিক পৃথিবীর এই ডিনামাইট সভ্যতা
আমি তোমার কাছে জানতে চাই !


প্রাত্যহিক জীবনে ক্ষমতার এই নগ্ন লালসায়
এভাবে আর কতোকাল আরও কতোদিন
বুলেটের নিষ্প্রাণ শব্দে কম্পিত হবে
আরো লাশ চাই; আরো লাশ চাই।


আর কতো লাশ চাই তোমার
আর কতো রক্তে ভিজলে মাটি
মুক্ত হবে প্লাবন ভূমি, মুক্ত হবে ইতিহাস ?
আমি সবিনয়ে জানতে চাই
এবং
জানাতে চাই অনাগত ভবিষ্যৎকে !


কতোটা দ্বিধায় স্বপ্নের সমাধী এঁকে
তিমির মাঝে হারিয়ে গেছে রক্তিম ভাস্কর।