গতকাল যে মেয়েটি শৈশবের ধুলো ঝেড়ে
কৈশোরে পদার্পণের প্রারম্ভেই শিকার হয়েছে লালসার
যে যুবক আজাদী আজাদী স্লোগান দিতে দিতে
বলি হয়েছে শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের রোষানলে
সেই যুবক ও কিশোরীর যোগল চোখের করুণ আর্তনাদের
পাল্টা জবাব ছুড়ে দেয়ার এখনি সময়।


এই ভরা মজলিশে যে বা যারা উপস্থিত আছেন
তাদের সামনে স্পর্ধার সীমানা পেরিয়ে
আমি প্রতিবাদের কথা বলতে এসেছি
আমি প্রতিরোধের কথা বলতে এসেছি
আমি জালিমের ভিত কাঁপানো মন্ত্র মুখে
জুলুমের কথা বলতে এসেছি
আমি আমার ভালোবাসার কথা এসেছি
আমি পূর্ব পুরুষের সুক্ষাতি সুক্ষ হিসাব চাইতে এসেছি।


আজ তারুণ্যের উদ্দীপনায় উদ্দীপ্ত যুবক
চেয়ে দ্যাখো মর্তের ভাগ্যাকাশে অমানিশার ছায়া
পূর্ব থেকে পশ্চিম
উত্তর থেকে দক্ষিণ যে দিকেই তাকাও
গণতন্ত্রের নামে নব্য ফ্যাসিবাদী হায়েনার দল
সভা সেমিনারে ও উন্মুক্ত ভাষণে
একটু একটু করে তুলে দিচ্ছে
উর্গ জাতীয়তাবাদী আফিম সাম্প্রদায়িক উসকানি
মানুষে মানুষে বিভেদের প্রাচীর। আর
মুক্তবাণিজ্যের নামে শোষণের নগ্ন প্রতিযোগিতায়
অবলীলায় খেয়ে যাচ্ছে শ্রমিকের ঘাম, মালীর ফুল
ব্রিজ কালভার্ট, সরকারি অফিস আদালত যেখানে যা পাচ্ছে।


অন্যায়ের এই বিপুল হিমালয় দ্যাখে
প্রতিবাদ ছুড়ে দেয়ার এখনি সময়
এখনি সময় প্রতিরোধের।


প্রতিকূলতা বলে কিছু নেই, কিচ্ছু নেই।
তোমাকে ফিরতে হবে, ফেরাতে হবে
যেমন করে ফিরে আসে মেঘ সমুদ্রের কাছে।


লেনিন, ক্ষুদিরাম, গান্ধী থেকে শুরু করে শেখ মুজিব
রক্তের দামে যে কষ্টার্জিত স্বপ্ন কিনতে চেয়েছে
সে স্বপ্নের নামে শপথ নিয়ে
ভুলে যাও কি ছিল তোমার অতীত
কি ছিল তোমার অবস্থান
অসম্ভবকে আঁকো
মেনে নাও জীবনের দ্বান্দ্বিকতা।


পরাধীনতাই শেষ কথা নয়।


প্রিয়তম প্রিয়ার চুম্বনের উষ্ণতা ভুলে
কাম পিপাসায় মত্ত বেশ্যার শয্যা ছেড়ে
এই শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে
সময় এখন মিছিলে নামার
সময় এখন প্রতিরোধ গড়ার।
যে পথ সুন্দরের
যে পথ ভালোবাসার
সে পথে খুঁজো মৌলিক মানুষ, মানবিক সভ্যতা।


উৎকৃষ্ট সময় আজ বজ্র হয়ে বিদ্ধ করার।