মৃত্যুর উপদ্রুত উপকূলে দাঁড়িয়ে
এই জন্মে আর কতোকাল ঝলসাবো আমি
ছোট্ট জীবনে আর কতোটা নষ্ট হবে তুমি।


চৈত্রের কোনো এক কাঁঠফাটা রুদের মাঝে
হঠাৎ মেঘের গর্জনে যখন নিভে গেছে পৃথিবীর প্রদীপ
তখনও রক্ত প্লাবন শেষে গলিত লাশের ভীরে
আমি শুধু তোমাকেই খুঁজেছি।


ব্যাকুল হৃদয়ে তোমাকে চাওয়ার তীব্র আকাঙ্খায়
আমার বুকের সিন্ধুকে শুধু তোমাকে রাখতে চেয়েছি
জীবনে খাতা জুড়ে হিসেব খসেছি লেনাদেনার
সকল হিসেবের চাকা ঘুরে শুধু তোমাকে পাই নি।


এক জীবনে সব লেনাদেনা হয়তো হবে না পূরণ
হয়তো হবে না ঠাঁই অন্তর আশ্রমে
এই বিদর্ভ নগরে অমানিশার কালো ছায়ায়।
তাই তো ভালোবাসা তোমায় দিলাম ছুটি
তোমার তোমাকে ছুঁয়ে বলছি, "তোমায় দিলাম ছুটি।"


বিহঙ্গের মতো উড়ে যেতে যেতে কোনো একদিন
মনের আড়ষ্টে বেড়ে ওঠা যন্ত্রণাগুলো
যদি কখনো মনে করে আমায় হৃদয় ঋণে
যদি আর একবার ফিরে আসে আগন্তুক শৈশব
লুকিয়ে রেখো খুব যতনে, নতুন কোনো ক্ষণে
তোমার তোমাকে চাওয়ার তীব্র প্রয়াসে।


যদি কখনো প্রেমের হুলে জাগে আগামীর পিপাসা
তবে প্রণয়ের এই আয়োজনে মিছিলেই হোক প্রেম
স্লোগানে স্লোগানে ভেঙে যাক আছে যতো মোহ।
দূর সীমন্ত পেরিয়ে আসুক যতো ব্যারিকেড
আমি সেথায় খুঁজে নিতে চাই
এক জ্বালাময়ী বিদ্রোহ।