জন্মাবধি যন্ত্রণাকাতর জীবন পেয়েছি আমি
নতুন করে আর কি যন্ত্রণা জাগাবে তুমি।


ওগো নিভৃতচারী, ওগো উল্লাসিনী
বুকের ভেতর উনুনের নদী জেগে আছে প্রবল স্রোতে
বেদনার তীব্রতম ক্ষরণে পুড়ছে হিয়া
এখানে আর কি পোড়ানোর আছে তোমার
কতোটুকুই বা পারে পোড়াতে মানুষ একটা জীবন !


ওগো উল্লাসিনী; তুমি কাছে আসোনি, ভালোবাসোনি
ভালোবেসেছে যন্ত্রণা, আপন করেছে বিরহ বেদনা।
তাই তো অনেক আগেই জুয়ার বুটে ধরেছি জীবন বাজি
মিথ্যে কল্পলোকে আশৈশব খেলেছি নিঠুর খেলা
বেদনার সিক্তজলে ডুবিয়েছি সুখ ভালোবেসে বিষণ্ণ আঁধার।


ওগো নিভৃতচারী, ওগো উল্লাসিনী
বুকের বিরানভূমি জুড়ে একদিন ছিল যাদের বিচরণ
বিশ্বাসী হাতিয়ার হাতে আজ তারাও মরীচিকাময়
হৃদয় গভীরে ভালোবাসা নিয়ে যতো কাছে যেতে চাই
বেদনার তীব্র শিহরণে ততো দূরে হারায়।
কেন এমন হয়
কেন জীবনের সাথে জীবনের এতো অভিনয়
এতো যন্ত্রণা এতো বিরহ কেন ভালোবাসায়?
বুকের বুননে নিজকে জ্বলে কিছু মানুষের সুখ চায়!
তবু নেই কোনো অভিযোগ
নেই কোনো অনুযোগ মানুষের সমুদ্রে।


আঁখির ভেতর আঁখি লুকিয়ে বলে যাই, ভালো আছি
আমার আমাকে নিয়ে দিব্যি ভালো আছি।