এই শহরের মেঘগুলো সব যন্ত্র-কলের ধোয়া,
কোথাও খুঁজে পাইনা আমি সবুজ ঘাসের  ছোঁয়া ।
এই শহরের মানুষ গুলোর হৃদয় যেন যন্ত্র-কলে গড়া,
আবেগ,অনুভূতিহীন যেন আস্ত একটা মরা।
এই শহরে রাস্তাঘাটে যন্ত্র-গাড়ির খেলা,
কোথাও খুঁজে পাইনা আমি নদীর বুকে ভেলা।
এই শহরের মানুষ গুলোর মুখোশের আরালে মুখ,
টাকার দিয়ে কিনে তারা রোজ বিকেলে সুখ।
এই শহরে সকাল হলে যন্ত্র-কলের গর্জে ওঠা রেওয়াজ ,
শুনতে পাইনা কোথাও আমি পাক-পাখালির আওয়াজ।