কষ্ট করে হলেও আমাকে ভুলে যা,
আমি আজ অন্য মোহনায় মিলিয়ে গেছি,
এখন আমার জল আগের মতো মিষ্টি নেই,
তোর প্রতি ভালোবাসার বৃষ্টি নেই
সমুদ্রের তিক্ত নোনা জল ঘিরে ফেলেছে আমায়।


কষ্ট করে হলেও আমাকে ভুলে যা,
আমি আজ অন্য আকাশে উড়তে শিখে গেছি,
এখন আমার বুক ফুটে কোন সুতর বাধন নেই,
তোর নাটায়ের প্রতি ভালোবাসার সাধন নেই।
আকাশের কালো মেঘ ঘিরে রেখেছে আমায়।


কষ্ট করে হলেও আমাকে ভুলে যা,
আজ আমি পথ চলতে শিখে গেছি,
নতুন পথ খুজে বের করতে পারি
এখন আমার আর পথ ভুল হয় না।
তাই ভুলো পথেও তোর কথা মনে হয় না।
ধু ধু মরুভূমির মাঝে আমি পথ খুজে পেয়েছি।


কষ্ট করে হলেও আমাকে ভুলে যা,
আজ আমার ফুলের গন্ধ প্রয়োজন হয় না।
এখন আমি দামি সুভাস মেখে নিজেই ঘুরে বেরাই।
তাই তোর ঐ বাসি ফুলের ঘ্রাণে আমার দম বন্ধ হয়ে আসে।
আর এখন আমার চারপাশ নানা রকম সুভাসে ভরে থাকে।