আসলো বুঝি হেমন্ত কাল,
শিশির ভেজা প্রথম সকাল,
গাছের পাতা চুয়ে চুয়ে,
ফোটায় ফোটায় দিচ্ছে ছুয়ে।


মাঠ জুড়ে ঘাসে ঘাসে,
বিন্দু বিন্দু শিশির হাসে,
কুয়াশারা ডানা মেলে,
সূর্যি মামা লুকোচুরি খেলে।


সূর্যি মামার ঘুম ভাঙে না,
পূর্ণ করে চোখ মেলে না।
শিউলি ফুলের বোঁটায় বোঁটায়,
রঙ লেগেছে ফোটায় ফোটায়