তুমি যদি ফুল না চাও,
তবু ছুড়ে ফেলো না—
আমায় যদি না বাসো ভালো,
ফুলকে অবহেলা কোরো না।

তোমার প্রেমের বন্দী কুটিরে
রেখো আমায় লুকিয়ে,
তোমার কণ্ঠে, "প্রিয়" শব্দটা
একবার বলো উচিয়ে।

জনমে জনমে তোমার নামেই
আমার হৃদয় বাঁধা,
এপার-ওপার যেখানেই যাই—
তুমিই আমার রাধা।

তোমার মুখেই প্রেমের কথা
শুনতে বড় সাধ,
তোমার হৃদয়েই ফেলতে চাই
ভালোবাসার ফাঁদ।

প্রেমের জমিতে করবো চাষ
ভালোবাসার বাগান,
সেখান থেকে উঠবে জেগে
পাহাড়-সম অনুপ্রাণ।

সেই পাহাড়ে তোমায় নিয়ে
চুপিচুপি ঘুরবো,
তোমার হাসির আলোতেই
হৃদয় প্রেমে ভরবো।

ওপারেও যদি জীবন থাকে,
সেখানেও তোমায় বুঝি,
তোমার ঠোঁটের প্রেমের ছোঁয়া—
নিত্যদিনই খুঁজি।

যদি দূরে ঠেলে দাও
তবু ভুলো না মোরে,
অবহেলা করো না এত,
রেখো না যোজন দূরে!

তোমার থেকে দূরে গিয়েও
থাকবো হৃদয় পাশে—
যুগ শতাব্দী শেষেও তোমায়
যাবো ভালোবেসে।