ওরে বেটা কোথায় যাস ,
দৌড়ায় কেন পালাস্ ,
দেখেছিস নাকি ভূত-পেত্নি !
এই তর হাতে কি ?
গুড়-মুড়ি খাবি কি ?
বেটা গেল থমকে ,
দিল মুখ ভেটকে ।
বেটার দাঁত চকচক ,
বেটা মোদের ভবিষ্যত ।
স্কুলেতে যায় বেটা ,
লেখা-পড়ায় মনোযোগ ।
বেটার চোখে স্বপ্ন বড় ,
দেশ-বিদেশ ঘুরবে ,
শিক্ষায় সবকিছু আলোকিত করবে ।
বেটা মোদের সোনার পাথর ,
বেটা দেশেরই সম্পদ।


10 jun 2023