তৈল তৈল তৈল,
তৈল দিয়ে কি হয় ?
তৈল কয় সব হয় !
রতনে রতন চিনে,
তুমি চিনোনা ভাই ?
রান্নায় লাগে তৈল,
বেশি দিলে মজা।
তৈল দিয়ে চলে গাড়ি,
চলে জাহাজ-উড়োজাহাজ।
কথায় কাজ না হলে,
তৈল দিয়ে হয় কাজ।
মোট অঙ্কের টাকা!
যেথায়-সেথায় তৈল দেও,
যত্ন বাড়বে আরো!
মালামাল হইয়া যাইবা !
তৈল আসলেই বড়।
কি ? চিনেছেন !