বছর ঘুরে এল আবার এই সময় টা,
                  দেখলাম তোমায় আকাশ মেঘলা ।
               মাঠ-ঘাট চায় তোমায়, চায় গাছ গোলো,
             নদী-নালা ও চায় তোমার ভালবাসার বিন্দু ।


              মেঘলা আকাশ তুমি কি খুশি না রাগান্বিত,
                       নাকি তোমার দুঃখ গুলো,
                        আজ করবে সব জীবন্ত ।


           তোমার আসার উল্লাস করে আমার কৃষক ভাই,
             তুমি কেন ছিনিয়ে নেও তাদের জীবনটাই ?
            তোমায় সবাই ভালোবাসে তুমিও বেসো ভাই ।
                       অপেক্ষা তোমার বর্ষণের,
                         কখন দেখব তোমায় ।  


                                                ১৫-০৩-২৩