নীরবেই ছিলো নিমিঝিমি রাত্রি; নীরবেই নিবেশিত
লিকলিকে লুকিত বাসনা-লিখতে চেয়েছি কড়চা
মাঝপথে হয়েছিল দেখা, মাধ্যাহ্নিক চূড়ান্ত উন্মত্ততা
শীর্ষ মনস্তত্ত্বে বসতি গড়েছিল, শীর্ষমুখর কলকাকলি
লগ্ন কেটে গেছে, লগ্ন হয়েছে লঙ্ঘিত, লক্ষভ্রষ্ট


তুষ্ট হতে চেয়েছি, তুষ্টির প্রার্থনায়
মিথ্যে হয়ে গেছে বাক্; মিছেমিছি নিছক চাতুর্যে
থেমে গেছে কলরব; থেমে গেছে ঝড় আলাপন
কে ই বা মনে রেখেছে! কে গিয়েছে ভুলে?
আমিতো অর্বাচীন, আমার পরিচয় কী?
পরিচয়হীনতাই শ্রেয়, পরিচয় ভুলে যায় কেউ কেউ
নীচু থেকে নীচুতর, নিম্নস্তরের নীচুতেও বাধেনি!