নৌযানে একটি গন্তব্যে সওয়ারি আমরা দুজনে-
বাক্স পেঁটরাসহ তীরে পৌঁছে দেখা গেল এটা ঠিক গন্তব্য নয়!
এটা গন্তব্যের ঢের পেছনে অথবা সামনের অজানা অচেনা কোনো জায়গা।
তীরে বাঁধা অসংখ্য নৌকোর ভীড়ে বাক্স পেঁটরা রাখতে রাখতেই তোমাকে কোথাও আর খুঁজে পাচ্ছি না আমি!
আমার বাঁধভাঙা চিৎকার অজানা গন্তব্যে নিষ্ফল অরণ্যে রোদন!
বাকী রাখিনি কোন শব্দ, কান্না, খোঁজার কোন অনুষঙ্গ!
চলন্ত যানে উঠতে গিয়ে দূরে পড়েছি ছিটকে হতবিহ্বল মৃতপ্রায়, ভাবছিঃ
"শুধু কি আমি, আমিই কি হারিয়েছি একা! তুমিও হারিয়েছো, তুমিও পাওনি দেখা! "