বিশাল জটলা নির্মলাদের ঘরে; হাঁসফাঁস সবাই,
উদ্ভ্রান্ত, বিরক্ত - কঠিন সমস্যার মুখোমুখি
লম্বা, ফর্সা সুডৌল বাড় বাড়ন্ত তনু, নির্মলার!
অভিযোগ-ও পাড়ার আনছার আলীর ছেলে
সলিমের সাথে আড়ালে বিড়ালে কথা বলে!
বিশাল সমাবেশ, শালিসি মামলা!
বাড়ির জেঠাত জেঠা বিবাহিত,পড়াশোনা জানা
মাঝে মাঝে আগে পড়াতো ওকে-----
ঘুটঘুটে অন্ধকার রাতে, আজ শালিসি বিচারের ফাঁকে জেঠা পেয়ে যায় শাসনের নামে মোক্ষম সুযোগ!
হাতছাড়া করে না সে!
এ গল্পে জেঠা করে বিচার, বিচারক সে
আসামী আনছার আলীর ছেলে; কলঙ্কিত হয় নির্মলা, ইহাই কলংকের সংজ্ঞা-ইহাকে কলংক বলে!