পরিচয় হলো তোমার আমার
এমনই এক বসন্তের দিনে,
আমার মনের রাজমুকুট টা
অল্প ক্ষণেই নিলে কিনে।
হলুদ শাড়ীতে লাগছিলো বেশ
চুলে গোঁজা ছিলো ফুল,
পাঞ্জাবী না পড়ে আমি সেদিন
করেছিলাম মস্ত বড় ভুল।
আমার মুগ্ধ নয়নে চেয়ে থাকা
তুমি খেয়াল করেছিলে,
বুঝতে আমি পারছিলাম না
তুমি কি না কি ভেবেছিলে।
তবে তুমিও যে দেখলে আমায়
তা ভেবেই লাগলো বেশ,
মনের ভেতর লাগলো দোলা
কি হবে তার অবশেষ।
তারপর গেলো কেটে কতদিন
কত এলো গেলো বসন্ত,
তুমি ছুঁয়ে আছো যে এখনো
আমার হৃদয়ের দু প্রান্ত।
ফাগুনের প্রথম দিনটা যে তাই
এতই দামী আমার কাছে,
অপরুপা সেই মেয়েটি এখন
আমার প্রাক্তন হয়ে আছে।