আমার বুকের ভিতরটা অনুর্বর, নিষ্ফলা ছিলো
কাঠফাটা রোদে পোড়া–
সমতল ভূমির মত শুষ্ক ছিলো।
আমাকে অবাক করে দিয়ে
আচমকা একদিন—
আমার ভিতরটায় তুমি জন্মালে।
সেদিন বুঝিনি এই সুখ একদিন বেদনা হবে।
তাহলেতো এই হৃদয় খুঁড়ে–
এই বেদনাকে জন্মাতামনা কোনদিনও।
“কে হায় হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে ভালোবাসে?”
সবাই যে চলে যায়,
শেষমেশ তুমিও দূরেই রয়ে গেলে।