জাগো হে বঙ্গজাতী
তবেই জাগিবে বাংলা ।


সেই জাতী জাগো আজ
যে ছিলো হুংকার
সেই জাতী জাগো আজ
যে ছিলো দূর্বার,
যে ছিলো বীর কবি
জীহাদের মাঠে
সেই জাতী জাগো আজ
বাংলার মাঝে ।


কান খুলে শোনো আজ
এসেছে সেই ডাক
জাগতে হবে নতুন করে
রুখবো সেই হাক,
গাইবো আবার সংগ্রামী গান
জয় বাংলা হে---
জাগো এবার সেই বাংলা
জাতীর জাগ্রনে ।