সোনার এই দেশটি ছিল
সোনার বাংলাদেশ
যে দেশেতে আমি ছিলাম
স্বচ্ছল জাতীবেশ ,
ছিলনা সেখানে কোনো বিদ্বেষ
ছিলনা রেশের জারি,
দেখিনি কভু রক্তের পথ,
দেখিনি বিধারী গামী ।
বাংলা আমার বাংলা নেই
রয়েছে সংকটে
জঙ্গী, জামাতে চাইনা দেশ,
চাই বাংলাদেশ ।
মুজিব নেতা গড়েছিল
যে দেশেরি মান
অপরাধের খাতায় তাহা
লিখে যাচ্ছে নাম ,
বিপথগামী হচ্ছে এ দেশ
দ্রূত ক্রমশেই
রূখতে হবে সবাই মিলে
দেখবই এর শেষ ।
আমার বাংলা বাংলা চাই
বাংলা আমার দেশ
আমার বাংলা ফিরে চাই
চাই বাংলাদেশ ।