চেয়ে দেখ ঐ দূর দিগন্তে
ভেঙেছে নদীর পাড়
ডুবেছে শত গৃহ-ঘর হায়
ভেসেছে প্রাণের দ্বার ।
শ্রোতের টানে হারিয়েছে কত-
জোড়ানো চিঠির খাম
ছিড়ে গেছে কত সৃতির ফটো
পরে আছে এ্যালবাম ।


হয়ত আবার প্রীয়জন কারো
হারিয়েছে প্রীয় ছেড়ে,
কাঁদছে একা পাঁড়ে বসে সে
প্রীয় হারানোর শোকে ।
অবুঝ মায়ের চোখের অশ্রু
ঝরেছে বাঁধাহীন,
জলের ক্রপাত তবু থামেনি
নিস্তার আশাহীন ।


চেয়ে দেখ আজ নিজ সিমান্তে
সেই তটিনীর তট !
লহরী তোমার গিলতে গৃহ
পেতেছে মায়ার জাল ।
ভয় পাবোনা বলেও যেন
বেছোনা ভুল পথ,
এই তটিনী অনেক বৃহৎ
ভাবিয়া ধরিও হাল ।


ঘটের বুদ্ধি তীব্র ঘেটে
তীরে বাধিও বাধ,
কেউ যেন আর নাহি কাঁদে হায়
শপথে মিলাও হাত ।