তুমি আমার বন্ধ মুখে কথা ফোটাবার চেষ্টা করছো,
তবুও আমি তোমাকে আষ্টেপৃষ্টে ঘৃণা করি।
আমার বিপ্লবী সাথীদের তরফ হতে,
যাদের তোমরা কথা বলবার জন্য কামানের গোলা দিয়ে উড়িয়ে দিয়েছিলে।
যদিও তুমি আমার ময়লা দেহে সভ্যতার চিহ্ন আঁকার চেষ্টা করছো,
তবুও আমি তোমাকে আষ্টেপৃষ্টে ঘৃণা করি।
আমার আফ্রিকার কৃতদাস ভাইবোনদের তরফ হতে,
যাদের তোমরা সভ্যতার দোহাই দিয়ে শেকল দিয়ে বেঁধে রেখেছিলে।
যদিও তুমি আমার ছেলেমেয়েদের জন্য স্বপ্নময় পৃথিবী তৈরির চেষ্টা করছো,
তবুও আমি তোমাকে আষ্টেপৃষ্টে ঘৃণা করি।
আমার স্বর্গবাসী ফিলিস্তিনি ছেলেমেয়েদের তরফ হতে,
যাদের তোমরা নির্বিচারে ধাতব পাখি দিয়ে মেরে ফেলেছিলে।
যদিও তুমি আমার পেটের ক্ষুধা মেটানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছো,
তবুও আমি তোমাকে আষ্টেপৃষ্টে ঘৃণা করি।
আমার সকল বাস্তুহারা আপনজনদের তরফ হতে,
যাদের তোমরা নিজ বাড়ি, নিজ শস্যক্ষেত, নিজ দেশ হতে বিতাড়িত করেছিলে।
তুমি আমার জন্য পৃথিবীতে স্বর্গ তৈরি করার চেষ্টা চালাতে পারো,
তারপরেও আমি তোমাকে আষ্টেপৃষ্টে ঘৃণা করে যাবো।