তোমায় দেব বর্ষা দিনের ডাহুকের কলতান-
দেব বিষন্ন মেঘলা দিনের গাওয়া প্রথম একটি গান,
এনে দেব বর্ষায় ফোঁটা গাছের প্রথম কদম ফুল,
না চাইলেও হয়ে রইব তোমার প্রিয়তম একটি ভুল।
যখনই আকাশ ভেঙে ঝরবে বৃষ্টি অঝোর ধারাতে-
মনে রেখো আমি চেয়েছিলাম তোমার মাঝে হারাতে,
তুমি নাওনি আমার এনে দেওয়া সেই কদম ফুলের ঘ্রাণ,
নিশ্চুপ নিরবতায় ধ্বংস করে চলেছ আমার রক্তিম এই প্রাণ।
এই বর্ষার ভেজা মাটির ঘ্রাণে হারাতে চাইব বারবার তোমার সাথে-
তুমি কি যাবে আমার সাথে ওই বৃষ্টি ভেজা পথে;হাত রেখে হাতে?
হঠাৎ যদি তোমার মন কেঁদে ওঠে কোনো এক বর্ষা মুখর সন্ধ্যায়,
খুজে দেখো আমায়;আমি রইব তোমার মনেরই গহীন আঙিনায়।