এখন রাত গুলো কাটে বড় একাকী
আগের মত জ্বলে না ঝাকবাধা জোনাকি-
তবুও অবুঝ মন ধরেছে বায়না,
তুমি পরবে বেলিফুলে বোনা গয়না।
আমার অস্তিত্ব তোমার রাতের শহরের পরিত্যক্ত গলিতেই সীমাবদ্ধ
তুমি অভিমানের আগুনে জ্বলে-পুড়ে দগ্ধ
কথা ছিল একসাথে দেখব জোছনা হাতে হাত রেখে
আজ দুজন দুই প্রান্তে জোছনা বিলানো চাঁদ গোমড়া মুখে তা দেখে।
চাঁদের আলো হয়ে যাচ্ছে ঘোলাটে
আমি দাড়িয়ে তোমার দরজার কপাটে
কথা ছিল চুম্বন একে দেবে আমার ললাটে
তবে কি গল্পটা মুড়ে যাবে অসমাপ্ত কাহিনী নামের মলাটে?
ভেঙ্গে ফেলো না ওই অভিমানের দেয়াল
ভুলে যাও না তোমার সব অসহ্যতার খেয়াল
এনে দেব একমুঠো জোনাকি;গেথে দেব বেলি ফুলের মালা,
গোধূলির লালচে আলোয় হাতে হাত রেখে ফুরাবে শেষ বেলা।