হেটে চলেছি অনিশ্চিত পথে দিনের পর দিন ধরে-
               যে পথে ভেঙ্গে যাওয়া সব স্বপ্নেরা ধুঁকে ধুঁকে মরে,
         সে পথে অপূর্ণ ইচ্ছেগুলো সব দিশেহারা হয়ে ঘুরে,
               আমি আজ তবে চললাম প্রিয়তমা সেই অচিনপুরে।


         হয়ত আমায় খুজবে হঠাৎ;ডাকবে আমার নাম ধরে-
                 হয়ত সেদিন বুকল ফুলেরা অসময়েই যাবে ঝরে,
         ডেকে বিশেষ লাভ হবেনা;আমি আসব না আর ফিরে,
          স্মৃতিগুলো সব রেখে যাবো আমার ওই শুন্য কুটিরে।


         তোমার শহরটাকে তখন ঘিরে ধরবে নির্জন শুন্যতা-
                  হয়ত আমার অনুপস্থিতিতে তুমি ফিরে পাবে পূর্ণতা,
         অঝোর ধারায় ঝরবে সেদিন নিয়তির অমোঘ অভিশাপ,
                  কোন অনলে পুড়লে নিশ্চিহ্ন হবে জমানো যত পাপ!