প্রিয়তমা-
তুমি কি জানো,তোমার চোখ দীঘির স্বচ্ছ টলমল জলের মত?
ওই চোখেতে আমি দেখতে পাই নিজের প্রতিচ্ছবি শতশত!
প্রিয়তমা-
তুমি কি জানো,তুমি চোখে কাজল দিলে সে কাজলের মূল্য বেড়ে যায় হাজারগুন?
ওই কাজল কালো চোখ আমার পাথরসম হৃদয়ে লাগিয়ে দিয়েছে সহস্র-লক্ষ ঘুণ!
প্রিয়তমা-
তুমি কি জানো,তোমার মিষ্টি কণ্ঠ ধ্বনি আমার হৃদয়ে বাজিয়ে দেয় বিদ্রোহী গানের মাদল?
সেই মাদল আমার হাজার বছরের শুকনো মরুর বুকে বর্ষে দেয় লক্ষ-কোটি ফোটা বাদল!
প্রিয়তমা-
তুমি কি জানো,তুমি নিশ্চুপ থাকলে আমার শরতের আকাশে আসে কালো মেঘের ঘনঘটা?
সেই কালো মেঘ গর্জে ওঠে ক্ষণে ক্ষণে,হৃদয়ে হয় বজ্রপাত,ভেসে ওঠে তোমার রঙিন চুড়ি পরা দুটি হাত!
প্রিয়তমা-
হয়ে যাবে সর্বনাশ,থেমে যাবে আমার নিশ্বাস,
তুমি কখনো কোথাও যাবেনা একলা করে,এই আমার বিশ্বাস।