ঝিঁঝি ডাকা গাঢ় আধারে ছেয়ে থাকা এক নিশি রাতে-
ঝাঁক বাঁধা আলোজ্বলা জোনাকিদের ভিড়ে,
আশায় বুক বেঁধে এসেছিলেম জমানো ভালোবাসা দিতে-
তুমি নাওনি সে ভালোবাসা-কাতর হৃদয়ে আমি এসেছি ফিরে;
ধীরলয়ে অবহেলায় কত সময় যে গ্যাছে গড়িয়ে-
ক্রমশ বাড়তে থাকা তরল ভালোবাসায় অচিরেই গেছি তলিয়ে।


তীব্র শুন্যতার মাঝে কেটে গিয়েছে কতশত সহস্র ক্ষণ-
তবু ক্ষীণ আশার আলোর অপেক্ষায় থেকেছে আমার ক্লান্ত মন,
কত নির্জন পথে হেটেছি-চিনেছি কত অচেনা অলিগলি;
এই জমাট বাঁধা শুন্যতার গল্প এখন আমি কার কাছে বলি?
ক্ষয়ে যাওয়া পাঁজরের মাঝে আজ-ও রয়েছে আদিম ভালোবাসার বসবাস-
ভয় হয়-কবে জানি উঁকি দিয়ে দেখব ভালোবাসা হয়ে গ্যাছে তুরুপের তাস।


কবিতা:- তুরুপের তাস
          ২৬-১০-২০১৯