তোমার শব্দে আকাশ ভরে ওঠে রাগে-অনুরাগে;
তোমার শব্দে সাগরে ঢেউ ওঠে আবক্ষ-আবেগে;
তোমার শব্দে খোলে পৃথিবীর আঁখি ঘরে-বাইরে;
তোমার শব্দে গেয়ে ওঠে সব পাখি সমূহ স্বরে।


তোমার শব্দেরা কবিতা হলে হয় জীবনের পঠন;
বিপুল ঠোঁটে আবৃত্তি হয় খুব বেঁচে-থাকা জীবন।


তোমার নৈঃশব্দে জল জ’মে কী নিরেট মত্যু হয়!
তোমার শব্দশূন্যতায় শুধু মহাশূন্যতা কথা কয়!


তুমি কবিতা লিখলেই আমি হই বিমুগ্ধ পাঠক;
পাঠেপাঠে নন্দনে হেসে ওঠে ভালবাসার চোখ।