কারো মত ধরণীর শেষ হবে দাবানলে,
কারো ভয় তুষার।
জেনেছি যা আকাঙ্ক্ষার স্বাদে,
আমি ভিড়েছি অগ্নিভীতদের দলে।
কিন্তু, কেয়ামত যদি হতো দু'বার
যতটুক জেনেছি ঘৃণার
বলতে পারি তুষার
মহা সর্বনাশ, আর
হবে বিস্তর।



( অনুবাদ : ফায়ার এন্ড আইস- রবার্ট ফ্রস্ট)