এখন কেবল অপেক্ষায় থাকা হয়।
আমি অপেক্ষায় থাকি সূর্যদয়ের,
সকালের সোনা রোদে যুদ্ধ শুরুর।
এবেলায় অপেক্ষায় ওবেলার,
জীবনের ক্রমবিকাশে সময় কাটে
এখন কেবল ধারাবাহিক প্রতীক্ষায়।
একাজের পরে সেকাজ,
এই গল্পের পরে সেই গল্প,
এই মোড়ের পরের গলিতে তার পরের কাহিনী।
জীবন এখন আবিরাম ছুটে চলা।
আমি অপেক্ষায় থাকি সাঁঝবেলার,
যুদ্ধবিরতির।


তারপরও,
কিছু মুহূর্তের প্রতীক্ষায় থাকা
আমার প্রিয়।


আমি অপেক্ষায় থাকি সূর্যদয়ের,
ব্যস্ত জীবনের ছোটাছুটি শুরুর আগে
তোমার সাথে দু-দন্ড বসে এক কাপ চা খাওয়ার।


আমি অপেক্ষায় থাকি সাঁঝবেলার,
ঘরে ফেরার,
যুদ্ধবিরতিতে জিরিয়ে নেয়ার তোমার আলিঙ্গনে।