কোন এক বিষণ্ণ রাতে  তুমি এসেছিলে
অপরিচিত মুখ,আমি ভীরু চোখে
তাকিয়ে ছিলাম সেই কাজল কালো দুটি চোখের দিকে
হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই,কে যেন জাপটে ধরল আমার দুটি হাত ।।


সেই থেকে চলে গেল দেড় টি বছর
তুমি ছিলে সাথে ছিল তোমার দেখানো মিথ্যে স্বপ্ন গুলো
বুঝি নি সেদিন আবার কোন এক  বিষণ্ণ রাতে  তুমি চলে যাবে
কেন এলে আর কেন ই বা তুমি চলে গেলে?
এর মাঝেই চলে গেল অনেক গুলো বসন্ত
যাচ্ছে আর যাবে কই তুমি তো দেখি ভালই আছো
আমি বেঁচে আছি মিথ্যের মাঝে ।।


কালো মেঘ জমে যায় মনের মাঝে
তুমি নেও না কোন  খোঁজ
এই ইট-পাথরে ভুলে ভরা শহরে তোমাকেই খুঁজি
প্রতিটি অলি-গলি প্রতিটি রাস্তার মোড়ে‌,
কখন বা আমার ধুলো-জমা ডাইরি র মাঝে ।।


কে যেন বলে ছিল তুমি আবার ফিরে আসবে
কোন এক শ্রাবণ সন্ধ্যায়,আর আমিও বোকার মত
বিশ্বাস করে নিলাম তুমি ঠিক আসবে সাথে তোমার মিথ্যে স্বপ্ন গুলো
হয়ত তুমি ফিরে আসবে হয়ত বা আসবে না
কিন্তু  তোমার জন্য থেকেই যাবে আমার এই অন্তহীন অপেক্ষা।।