লিখতে বসলাম অনেকদিন পর,
মনের ভেতর উড়ে বেড়ানো অসংখ্য শব্দ,
পরিচয়হীন শব্দগুলোকে পরিচয় দিব আজ।
হঠাৎ মুঠোফোনের যান্ত্রিক চিৎকার,
সারিবদ্ধ করে রাখা অপেক্ষমাণ শব্দগুলো -
উড়ে গেল আবার।
অন্যপ্রান্ত থেকে ভেসে আসছে কান্না জড়ানো কণ্ঠ,
আমার বুকে তীব্র হাহাকার, চোখের দৃষ্টি শূন্য,
সংযোগ কেটে গেল, ভালবাসা আর নেই।
নিকোটিনের তৃষ্ণায় সিগারেটের বাক্স খুললাম।
একটাও আর নেই।
কষ্ট, নীরবতা, শূন্যতা চারিদিক।