শব্দের শব্দার্থ শংকিত শবের শনাক্ত করণ,
বাক্য সব অনর্থের মূল
যদিবা হয় জিহবার হিংসায়।
আপাদমস্তক ভদ্র লোকের ভদ্র পোষাক জড়িয়ে
ময়দানে উচ্চ আমার শির;
নিকৃষ্ট আত্মার অবয়ব তোমার আমার পরিচয়
আছে কি সদা শুভ্র প্রস্ফুটিত পুষ্পের প্রতিচ্ছবি?
অর্থ নেই, জবাব নেই
ভদ্রলোক হয়ে বিদায় হয়ে যায়
শব্দার্থের মানে আর জানা হয়না।